বাংলা লেখনীর আদবকেতা
ইদানিং ফেসবুকে ইউনিকোডের সুবাদে বাংলা লেখা অনেকটাই সহজ হয়ে গেছে। গেলে কি হবে, সহজতার অসাবধানতায় হোক কিবা অজ্ঞতার কারনে হোক লেখালেখির ক্ষেত্রে যা করা হচ্ছে তা রীতিমত বাংলা ভাষাকে চরম অপমান।
মাঝে মাঝে বর্ণের ব্যবহার এত বাজেভাবে করা হয় যে, মন চায় চপেটাঘাত করি। আর দাড়ি-কমা, বিরাম চিহ্ন? সেগুলোর ব্যবহার তো সুদুর মক্কার কথা। সুতরাং আপু-ভাইয়া, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে বাংলা বানানটা ততটুকু শিখুন যাতে করে আরেক জনের কাছে অন্তত হাসির পাত্র হতে না হয়।
দেখুন, লিখতে গেলে ভুল কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকেরও হয়,ভুল আপনারও হবে, আমার এই লেখায়ও যে ভুল হয়নি তা নিশ্চিত বলতে পারছিনা।
হোক, তবে ওই যে বললাম হাসির পাত্র হবেন না। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার মত তৃপ্তি অন্য কোন ভাষাতেই নেই, সুতরাং মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান প্রদর্শনপূর্বক শুরু হোক লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশের যাত্রা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন