সময় এসেছে ক্রিকেটীয় পরিবর্তনের

বাংলাদেশ ক্রিকেট টিমের অনুপ্রেরণামূলক গানঃ
“আমরা করব জয় , আমরা করব জয় ,
আমরা করব জয় নিশ্চয়।
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়”


আচ্ছা, এটাতো বাচ্চাদের গান। ছোট ছোট বাচ্চারা সমবেত কন্ঠে গাইবে, তারা তাদের ভবিষ্যৎ জীবনে ভাল কিছু করার প্রত্যয়ে উদ্দিপ্ত হবে, সে অনুযায়ী এখন কাজ করবে, তাই নয় কী?
তাহলে প্রশ্ন হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শুধু প্রত্যয় নিয়েই ক্ষান্ত থাকবে? কেন থাকবে? সামনে এগুনোর বা বড় শিরোপা লাভের আকাঙ্খা নেই?
ক্রিকেটারদের অনুশীলন, পারিশ্রমিক, সুযোগ-সুবিধা, বোনাস ঘোষণা কোনকিছুতেই তো কমতি নেই, সমর্থনের অভাবও নেই। তারা তো এখন আর সেই বিশ বছর আগের সময়টাতে নেই, বড় হয়েছেন, হাটি হাটি পা পা করে অনেকদূর এগিয়েছেন। তাহলে এখনো কেন বাচ্চাদের মত করে অনুপ্রেরনামূলক গান গাইতে হবে?
সময় এসেছে পরিবর্তনের, বাংলাদেশ যেমন সল্পোন্নত দেশের তকমা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছে, তেমনি ক্রিকেটেও ভবিষ্যতের প্রত্যয় গ্রহণ না করে আজ এবং এখনি কিছু করার দৃপ্ত সংকল্প করতে হবে। নতুন গান বাঁধতে হবে। দরকার হলে মাঠে নামার আগে দৃঢ় শপথবাক্য পাঠ করতে হবে যাতে মাঠে ক্রিকেটাররা সর্বোচ্চটুকু দিতে কার্পণ্য না করেন। কারণ তারা তো এগারোজন খেলোয়াড় শুধু খেলে না, খেলে ষোল কোটি মানুষের প্রতিনিধি।
মনে রেখ, টিম টাইগার্স ভাইয়েরা…
তোমাদের একটা ক্যাচ মিস হলে “ইস” করে উঠি আমরা সবাই, স্ট্যাম্প যখন গুড়িয়ে দাও বুনো উল্লাস করি একসাথে। ভাই বলে জানি এবং মানি বলেই ব্যর্থতায় বকাঝকা করি, কেন করি? আবেগে। পরের ম্যাচেই তো আবার দ্বিগুন আশায় বুক বেধে ব্ল্যাকে হলেও টিকিট কেটে স্টেডিয়ামে ছুটে যাই, লাল-সবুজ জার্সি গায়ে গালে দেশের পতাকা এঁকে টেলিভিশনের সামনে তীর্থের কাকের মত বসে পড়ি। সমালোচনা করি সাময়িক, প্রশংসাটা স্থায়ী।।
মাঠে নামার আগে জাস্ট মাথায় রেখ-
তোমরা জিতলে জিতে যাই আমরা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা গানের ধারা

বাইনারি চিন্তাধারা

বাংলা লেখনীর আদবকেতা