গল্প: লাল জামার স্বপ্ন

ঢাকার এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আবিদ। মেসে থাকে সে। পরিবারের বাবা-মা আর ক্লাস থ্রীতে পড়ুয়া ছোট বোন গ্রামে থাকে। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালনা তাই পড়াশুনার পাশাপাশি আবিদ একটা টিউশনি করে। টিউশনিটা ম্যানেজ করে দিয়েছেন হলের রুমমেট বড়ভাই। যাতে কোন প্রকার বদনাম না হয়, পইপই করে তেমনটাই বলে দিয়েছেন। দৃশ্য-১ (হাউজ টিউটর আবিদ ছাত্র পড়াচ্ছে, ছাত্রের মা টিচারের জন্য শুধু এককাপ চা নিয়ে ঢুকতে ঢুকতে) ছাত্রের মা: ছার (স্যার), আপনি তো শাকিরকে সপ্তাহে ৩ দিন পড়ান এতে ওর হয়না। এর পর থেকে ৪ দিন করে পড়াবেন। পারবেন না!! (কিছু বলার সুযোগ না দিয়েই) আরে আমি জানি পারবেন। স্যার (আবিদ): আন্টি, ৪ দিন আমার জন্য বেশি হয়ে যায়। সেমিস্টার সিস্টেমে পড়াশুনা করি তো, বাধ্যতামূলকভাবে ক্লাস করতে হয়। ছাত্রের মা: ক্লাস করা ছাড়া তো আর আপনার কোন কাজ নাই। দেখেন না ক্লাসে ওর পজিশনটা আরেকটু ওপরে ওঠানো যায় কিনা, তাহলে আপনার দিকটাও ভেবে দেখব। স্যার (আবিদ): আচ্ছা ঠিক আছে শাকিরের জন্য না হয় একটু বেশি কষ্ট করলাম। (আসলে একটু বেশি সম্মানীর আশায়) দৃশ্য-২ (শরীরে অনেকটা জ্বর নিয়ে সেলফোনে আবিদ) স্যার (আবিদ): আন্ট...